বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর ভারতের ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমান তুরস্কে জরুরি অবতরণ করেছে। ওই সময় বিমানটিতে ২৪৭ জন যাত্রী ছিলেন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা টিআরটি জানিয়েছে, ভিস্তারার বিমানটি এরজুরুমের বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটি মাঝ আকাশে থাকার সময় অজ্ঞাত একজন ফোন করে জানান এতে বোমা আছে। জরুরি অবতরণের পর বিমানটি পুরোপুরি খালি করে খোঁজ করা হয় বোমার।
ভিস্তারা এয়ারলাইনস মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ঘটনা সম্পর্কে বলেছে, শুক্রবার মুম্বাই থেকে ফ্রাঙ্কফ্রুটগামী ফ্লাইট ইউকে২৭ নিরাপত্তাজনিত কারণে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করে।
এরজুরুমের গভর্নর মুস্তাফা সিফতসি তার্কিস বার্তাসংস্থা আনাদোলো নিউজকে বলেছেন, এরুজুমের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানে বোমা থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে বোমা নিস্ক্রিয় ইউনিট।
সূত্র: রয়টার্স
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post