অনেকেই মোবাইল হারিয়ে বিব্রতকর অবস্থাতে পড়েন। গাড়িতে চলতে গিয়ে হয়ত মোবাইলটা চুরি হয়ে যাচ্ছে। এ চুরি হওয়ার পর কি করবেন, সেটা হয়ত অনেকের জানা নাই। এ পোস্ট হতে জেনে নিন, মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে কি করনীয়।
১. যদি আপনার মোবাইল ফোন চুরি যায় তাহলে যে থানার আওতাধীন এলাকা থেকে আপনার মোবাইল ফোন চুরি হয়েছে, চুরি হওয়া মোবাইলের আইএমইআই নম্বর উল্লেখ পূর্বক সেই থানায় মামলা করুন। আইএমইআই নম্বর উল্লেখ করতে না পারলে বা হারিয়ে ফেললে মোবাইল চুরি হওয়ার সময় মোবাইল ফোনে যে মোবাইল নম্বরটি চালু ছিল, তা উল্লেখ করুন।
২. যদি আপনার মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে যে থানার আওতাধীন এলাকা থেকে আপনার মোবাইল ফোন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া মোবাইলের আইএমইআই নম্বর উল্লেখ পূর্বক সেই থানায় সাধারণ ডায়েরী (জিডি) করুন।
৩. মামলা/ জিডির কপিতে উল্লেখ থাকা পুলিশ অফিসারের সাথে যোগাযোগ রাখুন এবং আপনার মোবাইল ফোনের সর্বশেষ আপডেট জেনে নিন।
মোবাইল চুরি বা হারিয়ে গেলে অনেকেই মামলা বা জিডি করতে চান না।
কারণ:
১. কম দামী মোবাইল
২. মোবাইলে গুরুত্বপূর্ণ কিছু ছিল না।
৩. মোবাইল চুরি হলে বা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।
৪. ইত্যাদি ইত্যাদি
তবুও মামলা/ জিডি করবেন কেন:
১) আপনার মোবাইল ব্যবহার করে কেউ অপকর্ম করলে ওটা যাতে আপনার ঘাড়ে না পড়ে সেজন্যে। আপনার চুরি হওয়া/ হারিয়ে যাওয়া মোবাইল বা মোবাইলে সংরক্ষিত তথ্য ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, মামলা/ জিডির কপি দেখিয়ে সেটার দায় থেকে রক্ষা পেতে পারবেন।
২) মোবাইলটি ব্যবহৃত হলে ফিরে পাওয়া সম্ভব।
মেয়েদের জন্যে পরামর্শ:
মোবাইল ফোনে নিজেদের এমন কোন ছবি রাখবেন না যেটা প্রকাশ হওয়াটা আপনার জন্যে ক্ষতিকর হতে পারে।
যারা মোবাইলে ফেসবুক/ ইমেইল/ টুইটার ব্যবহার করেন তাদের জন্য পরামর্শ:
মোবাইল চুরি/ হারিয়ে যাওয়ার সাথে সাথে ফেসবুক পাসওয়ার্ড পাল্টিয়ে আইডি ডিএক্টিভ করে একটিভ করুন।
লেখক: মোঃ নাজমুল ইসলাম বিপিএম
এডিসি, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ডিএমপি
আরও পড়ুনঃ ফেসবুক আইডি যেভাবে নিরাপদ রাখবেন
https://www.youtube.com/watch?v=pDEAOgVSzCo&t=82s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post