ওমানে চুরির মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সোমবার (২২-ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “দেশটির দক্ষিণ আল বাতিনা প্রদেশের বিভিন্ন স্থানে গাড়ি চুরির অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।”
এদিকে, দেশটির কোরিয়াত শহরের একটি মাছের বাজারে অভিযান চালিয়ে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ একাধিক প্রবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপর এক বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, “রয়্যাল ওমান পুলিশের সহযোগিতায় অত্র অঞ্চলের শ্রম অধিদপ্তরের যৌথ অভিযানে অননুমোদিত পেশায় কাজ করার অভিযোগে এই প্রবাসীদের আটক করা হয়। তবে আটককৃত প্রবাসীরা কোন দেশের নাগরিক তা জানায়নি মন্ত্রণালয়। এছাড়াও ওমানের মুসান্দাম প্রদেশের উপকূল থেকে দুটি পাচারকারী নৌকা আটক করেছে আরওপি। আটককৃত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
অনলাইন ব্ল্যাক মেইলের নতুন শাস্তির বিধান জারী করলো ওমান
ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোনো ব্যক্তিকে হুমকি বা ব্ল্যাক মেইল করলে অথবা তাকে কোনো কাজ করতে বাধ্য করলে সেই প্রতারক ব্যক্তিকে তিন বছরের জেল ও তিন হাজার ওমানি রিয়াল জরিমানার বিধান রেখে নতুন আইন পাশ করেছে ওমান। এছাড়াও এই অপরাধের পরিমাণ বাড়লে এর শাস্তিও বেড়ে যাবে।
ব্ল্যাক মেইল বা হুমকির শাস্তি বেড়ে ১০ হাজার ওমানি রিয়াল ও ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। সোমবার (২২-ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। দেশটির এমন আইনে ইন্টারনেট ব্যবহারে ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং অনলাইনে অপরাধের মাত্রাও কমে আসবে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post