ওমানের রয়্যাল হাসপাতালের আইসিইউতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। হাসপাতালের সংক্রামক রোগের পরামর্শদাতা ডাঃ জাকারিয়া বিন ইয়াহিয়া আল বালুশি জানিয়েছেন, “হাসপাতালটিতে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
গত দুই সপ্তাহ আগে হসপিটালটির আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৩ জন থাকলেও বর্তমানে এই সংখ্যা ১১ জনে এসে দাঁড়িয়েছে। দুই সপ্তাহের মধ্যে এতো রোগী বেড়ে যাওয়া উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে বলে জানান তিনি।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
ডাঃ জাকারিয়া বলেন, “আইসিইউ রোগীর সংখ্যা কমাতে হলে আমাদের দ্রুত ভ্যাকসিন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। একই সাথে আমাদের সকল নাগরিকদের সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে রয়্যাল হাসপাতালের নার্স উইম আল-হাতিমিয়া বলেন, ‘‘হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় আমাদের চাপ বেড়ে গেছে। তাই আমাদের বর্তমানে অনেক সর্তক থেকে কাজ করতে হচ্ছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post