ওমানের ওয়াদি কবির শিল্পাঞ্চলকে ব্যবসায়ী ও বাসিন্দাদের জন্য আরও নিরাপদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি অত্র অঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ঘটনা আর কখনো যেনো না হয় সেই বিষয়টি নিশ্চিত করতেই মাস্কাট পৌরসভা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ওসিসিআই) জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের অগ্নিকান্ড প্রতিরোধের উপায় নিয়ে একটি গবেষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মজলিস আল শূরার সেবা ও সামাজিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান হামদ আল ইয়াহিয়াই জানিয়েছে, “এখন সময় এসেছে আমাদের উচ্চ জনবহুল অঞ্চল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান দেশের বিভিন্ন নিরাপদ অঞ্চলে ছড়িয়ে নেওয়া দরকার। জনসংখ্যা বৃদ্ধি, নগর সম্প্রসারণ এবং বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধির ফলে দেশের অঞ্চলগুলোর স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে।
দেশের আবাসিক এলাকাগুলোকে নগর পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে কারখানাগুলো শহরের বাহিরে অবস্থান করবে। যাতে করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আবাসিক এলাকায় কোনো বিরূপ প্রভাব না পরে।”
আগামী ২৪ ফেব্রুয়ারি নিরাপদ শিল্পাঞ্চল সম্পর্কিত সুপারিশ নিয়ে শুরা কাউন্সিলে এই বিষয় নিয়ে একটি আলোচনা করবে আল ইয়াহিয়া। শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে এটি স্থায়ী, টেকসই সমাধান তৈরি চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
যা দেশের অর্থনীতি এবং জনগণ উভয়েরই উপকারে আসবে। তিনি আরও বলেন, ‘‘আমরা এই জাতীয় বিষয়ে নাগরিকদের প্রতিক্রিয়া গ্রহণ করব। আশা করা যাচ্ছে একটি টেকসই উন্নয়নে আমরা আমাদের চিহ্ন রেখে যেতে পারবো।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
বাইডেন প্রশাসনের চাপে ‘কোণঠাসা’ সালমান
ওমানের ৭৪ টি পেশার ভিসা ফি ২০০১ রিয়াল নির্ধারণ
ওমানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশিকা জারি
এদিকে, মাতরা ওয়ালির পৌর কাউন্সিলের সদস্য সালিম আল ঘামারি বলেন, ‘‘ওয়াদি কবির শিল্পাঞ্চলের অগ্নিকান্ডের মতো কোনো ঘটনা ভবিষ্যৎতে ঘটলে তার আশেপাশের লোকজন ও পরিবেশকে কীভাবে বাঁচানো যায় সেই বিষয়ে শিল্পাঞ্চলগুলিকে যথাযথভাবে পরিকল্পনা করা দরকার।
ওয়াদি কবির ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অটোমোবাইল মেরামতের দোকান, কার্পার, স্টিল ফ্যাব্রিকেশন ইউনিট এবং প্লাস্টিকের কারখানাগুলির মতো অনেকগুলি ওয়ার্কশপ রয়েছে যেগুলি খুবই বিপজ্জনক, বিষাক্ত এবং দাহ্য পদার্থ রয়েছে। যা থেকে যেকোনো সময় আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তাই শিল্পাঞ্চলগুলোতে কঠোর তদারকির মাধ্যমে সকল দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post