যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন রাষ্ট্রদূত মোঃ মিজানুর রহমান। এ বছর প্রথমবারের মতো দূতাবাস প্রাঙ্গণে একটি শহীদ মিনার নির্মাণ করে দিয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি সিআইপি ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান।
দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করছেন
দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একে একে চট্টগ্রাম সমিতি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সবশেষে মুজিব বর্ষ উপলক্ষে ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের কনস্যুলার সেবা প্রাপ্তিতে সহজিকরনের লক্ষে নতুন একটি “তথ্য কাউন্টার” উদ্ভোদন করেন রাষ্ট্রদূত মিজানুর রহমান।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
বাইডেন প্রশাসনের চাপে ‘কোণঠাসা’ সালমান
ওমানের ৭৪ টি পেশার ভিসা ফি ২০০১ রিয়াল নির্ধারণ
ওমানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশিকা জারি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post