গত ২০০৭ সাল থেকে এই পর্যন্ত স্বৈরাচার সরকার পতনের জন্য বিএনপির সঙ্গে যে সব দল আন্দোলন করেছে ভবিষ্যতে তাদের নিয়ে একসঙ্গে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরে তেলিপাড়ার সাগর-সৈকত কনভেনশন হলে গাজীপুর মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি ও গাজীপুর মহানগর বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের প্রায় ১২০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারেক রহমান আরও বলেন, দুই বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সব চাকরি মেধা তালিকা অনুযায়ী হবে। গণতন্ত্র রক্ষায় পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আইনের শাসন কায়েম করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিজ নিজ গতিতে কাজ করবে। কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণের প্রতি আস্থা রাখতে হবে। ২০০৭ সাল থেকে আমরা বিরোধী দল এবং এখনো বিরোধী দল হিসেবেই আছি। আমি কী হয়ে গেছি- এটা ভাবার কোনো উপায় নেই। দলের ভিতরে যদি কোনো দুর্নীতিবাজ থেকে থাকে, সাংগঠনিকভাবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তি হবে।
এসময় তারেক রহমান দুর্বৃত্তদের হুঁশিয়ার করে বলেন, দেশকে অস্থিতিশীল করতে যারা চক্রান্ত করছে তাদেরকে চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে। বিগত দিনে বিএনপির সঙ্গে যে সমস্ত দল সরকারের পতনের আন্দোলন করেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post