ওমানের নাগরিক ও প্রবাসীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা ও ব্যবহারের বিষয়ে সঠিক জ্ঞান তৈরিতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণায়ের সহযোগিতায় জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র (এনসিএসআই)।
সম্প্রতি দেশটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাক্সেস এবং এর ব্যবহার নিয়ে ১৮ বছর বা তার বেশি বয়সীদের উপর একটি সমীক্ষা শুরু হয়েছে, যা আগামী বৃহস্পতিবার শেষ হবে।
সমীক্ষায় যে বিষয় গুলোর উপর জোর দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে, দেশটির নাগরিক ও প্রবাসীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কতটা ব্যবহার করে এবং কোন ধরনের সাইটে তারা বেশি সময় দেয়।
সমীক্ষায় ইন্টারনেট ব্যবহারের মূল ক্ষেত্রগুলিও অনুসন্ধান করা হয়: যেমন সরকারী পরিষেবা অ্যাক্সেস করা, ওয়েবসাইটের মাধ্যমে পণ্য ক্রয় বা বিক্রয় করা, ভ্রমণ, হোটেল বুকিং এবং শিক্ষামূলক উদ্দেশ্যে অনলাইন পরিষেবাদির ব্যবহার, পাশাপাশি সামাজিক নেটওয়ার্কগুলোর কোন সাইটে বেশি সময় দিচ্ছে নাগরিকরা এই বিষয়গুলো অনুসন্ধানের চেষ্টা করা হবে এই সমীক্ষায়। এই জরিপটি আরবি, ইংরেজি এবং উর্দু ভাষায় পরিচালিত হবে।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
ওমানের ৭৪ টি পেশার ভিসা ফি ২০০১ রিয়াল নির্ধারণ
প্রতারণা নিয়ে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারী
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
জরিপটিতে আরো উঠে আসবে ওমানে মোট ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহারকারীর সংখ্যা। স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা, ব্যবহারকারীদের নিজস্ব দক্ষতা এবং অভ্যাস ইমেইল আদান-প্রদানের ক্ষমতা।
অনলাইন প্রেজেন্টেশন তৈরির সক্ষমতা, কম্পিউটার প্রোগ্রাম, বিশেষায়িত প্রোগ্রামিং ভাষা তৈরি করার সক্ষমতা ইত্যাদি। জরিপের সূচকগুলি আন্তর্জাতিক সংস্থাগুলিতে কাজে লাগবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের সকল দেশে কী অর্জন করেছে তা নির্ধারণে সহায়তা করবে বলে জানিয়েছে এনসিএসআই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post