হেলিকপ্টারটিতে চারজন ক্রু সদস্য ছিলেন। তারা ‘জরুরি অবতরণ’ করতে বাধ্য হন আর তখন হেলিকপ্টারসহ পানিতে পড়ে যান।
আরব সাগরে থাকা একটি ট্যাংকারের আহত এক নাবিককে উদ্ধার করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হয়েছেন ভারতের কোস্টগার্ডের তিন ক্রু।
সোমবার হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে গিয়ে সাগরে পড়ে যায় বলে জানিয়েছে ভারতীয় কোস্টগার্ড (আইসিজি) ।
আইসিজি জানায়, একজন ‘গুরুতর আহত নাবিককে’ সরিয়ে নিয়ে আসার জন্য রাত ১১টার দিকে গুজরাটের পোড়বন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে থাকা মোটর ট্যাংকার হরি লিলাতে কম ওজনের অত্যাধুনিক ওই হেলিকপ্টারটি মোতায়েন করা হয়েছিল।
হেলিকপ্টারটিতে চারজন ক্রু সদস্য ছিলেন। তারা ‘জরুরি অবতরণ’ করতে বাধ্য হন আর তখন হেলিকপ্টারসহ পানিতে পড়ে যান।
আইসিজি বলেছে, “পানি থেকে একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি তিনজনের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে।”
এই তল্লাশি ও উদ্ধারকাজে চারটি জাহাজ ও দুটি আকাশযান মোতায়েন করা হয়েছে, জানিয়েছে তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post