মালয়েশিয়ায় রুবেল নামে এক প্রবাসী বাংলাদেশিকে খুঁজছে দেশটির অভিবাসন পুলিশ। দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে প্রসিকিউশন মামলা সম্পর্কিত আদালতে বিচারের উদ্দেশ্যে পৃথক তথ্য সরবরাহ করার
সোমবার (২ সেপ্টেম্বর) রুবেলকে খোঁজার জন্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মালয়েশিয়ায় তার সবশেষ ঠিকানা ছিল সেসামা লজিস্টিকস (এম) এসডিএন বিএইচডি, লট-৯, সুলতান মোহাম্মদ রোড-৩, কাওয়াসান পারুসাহান বান্দার সুলতান সুলেমান, পোর্ট ক্লাং-৪২০০০, সেলাঙ্গর সেলাঙ্গর দারুল এহসান, মালয়েশিয়া।
জন্য জনসাধারণের কাছে তার ব্যাপারে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে অভিবাসন বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব জনসাধারণের কাছে প্রাসঙ্গিক তথ্য রয়েছে তাদের অফিস চলাকালীন ইমিগ্রেশন ইনভেস্টিগেশন অফিসারের (টিপিপিকে) সিনিয়র উপ-সহকারী পরিচালক এলা ফাজলিনা বিনতি মাত মিসিয়াহ, এনফোর্সমেন্ট ডিভিশন, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার, পুত্রজায়ার সঙ্গে ০৩-৮৮৮০১৩২৫/১৩৩০ নম্বরে এবং অফিস সময়ের পরে অপারেশন রুম ০৩-৮৮৮০১৫৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post