গতকাল সোমবার সকালে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বাসিন্দা ফরিদ উদ্দিনের মেয়ে লিপি আক্তার (৩৫) এবং তার মেয়ে লামিসা আক্তার (১৩) নিহত হন। লামিসা কুমিল্লা সেনানিবাসের পাবলিক স্কুলে পড়ত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লিপি আক্তার প্রতিদিন তার মেয়েকে স্কুলে নিয়ে যেতেন এবং ছুটি হলে নিয়ে আসতেন। সোমবার সকালে তারা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাদেরকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই লিপি আক্তারের মৃত্যু হয় এবং লামিসাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত লামিসার বাবা সৌদি আরব প্রবাসী এবং তিন দিন আগে দেশে এসেছেন। হঠাৎ এই দুর্ঘটনায় তিনি গভীর শোকে বিভোর।
এদিকে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবহনের বিরুদ্ধে পরিবার মামলা করলে তা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post