ছুটিতে গিয়ে করোনার কারণে দীর্ঘদিন আটকে পড়া বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে কুয়েতে প্রবেশ করতে পারবে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েতের সিভিল এভিয়েশনের বরাতে দেশটির স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।
দৈনিক আল কাবাস, আল আনবাসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আরও উল্লেখ করা হয়, আগামী ২১ ফেব্রুয়ারি (রোববার) থেকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কুয়েতে আগতদের মুসাফির ও বালসালামা ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে আসতে হবে। এসময় ১৪ দিন কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং দিতে হবে। আগত যাত্রীদের একাধিক বার নিজ খরচে পিসিআর পরীক্ষা করতে হবে।
আরো পড়ুনঃ
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
প্রতারণা নিয়ে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারী
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
হাজার কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক শহর বানাচ্ছে সৌদি আরব
জানা গেছে, হোটেল বুকিং না থাকলে যাত্রীদের কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞাভুক্ত দেশ ব্যতীত অন্য দেশের নাগরিকদের নিজ খরচে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আগে থেকে বালসালামা নিবন্ধনের মাধ্যমে গৃহকর্মীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বৈধ আকামাধারী প্রবাসীদের আকামার মেয়াদ থাকলে দেশটিতে প্রবেশ করতে পারবে। দেশ থেকে আগত যাত্রীদের কুয়েতে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে রাখতে বিভিন্ন এলাকার পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে বিভিন্ন মানে ৪৩ হোটেল অনুমোদন দিয়েছে দেশটির সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post