পবিত্র রমজান মাস উপলক্ষে দুবাইতে চলাচলে বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে। স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি অবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পবিত্র রমজান মাস উপলক্ষে এই আদেশ জারি করেন।
আগামী রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত দুবাই মেট্রো চালু হবে। তবে প্রতি কেবিনে যাত্রী সংখ্যা সীমাবদ্ধ এবং সব যাত্রীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। দুবাই মেট্রো পরিষেবাসহ গণপরিবহন পরিষেবা রোববার থেকে পুনরায় চালু হবে। দুবাই মেট্রো সপ্তাহে ছয়দিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সার্ভিস দেবে। ১৩ রুটে বাস চলবে ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পূর্ব ঘোষিত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত দুবাইয়ে চলাচলে বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে। এ সময় খাবারের দোকান খোলা রাখার অনুমতি দেয়া হবে। সমবায় সুপার মার্কেট, মুদির দোকান, অন্যান্য সুপারমার্কেট এবং ফার্মেসি ২৪ ঘণ্টা পরিচালনা করতে পারবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post