ওমানে আরও ৩৯ পেশায় প্রবাসীদের নিয়োগে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোববার শ্রম মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে নতুন এই সিদ্ধান্তের বিস্তারিত প্রকাশ করে।
এর মাত্র কয়েকদিন আগে ওমানে ব্যাপক জনপ্রিয় ১৩ টি পেশায় ৬ মাসের জন্য প্রবাসীদের নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা পেশার মধ্যে উল্লেখযোগ্যভাবে ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিশিয়ান, হোটেল রিসেপশন ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ, সিস্টেম এনালিস্ট, লেবার সুপারভাইজার, ট্যুরিস্ট ও ট্রাভেল এজেন্ট, লাইফগার্ড, খাদ্য, পানি ও মেডিকেল সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ট্রাক চালনাসহ নতুন ও পুরাতন গাড়ি বিক্রেতার কাজে কেবলমাত্র ওমানিকে নিয়োগ করা যাবে।
প্রবাসীদের নিয়োগে সাম্প্রতিক এসব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদের উৎকণ্ঠা বাড়ছে। তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা।
তাদের মতে, যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসাও চালু নেই তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে খুব বেশি লাভ-ক্ষতি নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post