দেশে চলতি বছরের আগস্টে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২২২ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৬৪০ কোটি টাকা (১২০ টাকা প্রতি ডলার হিসেবে)। গত বছরের আগস্ট মাসের তুলনায় এ বছর ৩৯ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
রোববার এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক জানায়, আগস্ট মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ২০৭ কোটি ১০ লাখ ডলার, যা ২০২৩ সালের আগস্ট মাসের একই সময়ে ছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post