ওমানে বাংলাদেশিদের গ্রেপ্তার হওয়ার পেছনে আনোয়ার হোসেন নামে এক প্রবাসী দায়ী বলে জানা যাচ্ছে। তিনি সালালাহ সানুদ সার্ভিস সেন্টারের পরিচালক ও আওয়ামী সমর্থক। অভিযোগ উঠেছে, আন্দোলনে সংহিত জানিয়ে প্রবাসীরা যখন মাঠে নামেন তখন পুলিশকে খবর পাঠান ওমান আওয়ামীলীগের এই নেতা। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। বাংলাদেশি হয়েও স্বদেশিদের এভাবে পুলিশে ধরিয়ে দেওয়াটা মানতে পারছেন না কেউ।
মূলত ওমানের আইনে গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ নেই। বিশেষ করে শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করে তারা। তাই প্রকাশ্যে মিছিল, মিটিং, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিধিনিষেধ না জানায় অনেকেই তখন আবেগ ধরে রাখতে পারেননি। স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে স্লোগান নিয়ে মাঠে নেমে আসেন। যদিও তা স্পষ্টতই স্থানীয় আইনের লঙ্ঘন। সেসময় ওমানে ১৬ জনের মত বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন বলে জানা যাচ্ছে।
এরই মধ্যে তাদের কারামুক্তির জন্য আইনজীবী নিয়োগ করেছে মাস্কাট দূতাবাস। লেবার কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে প্রবাসীদের স্থানীয় আইন কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post