রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত হয়েছে। সোমবার ( ২৬ আগস্ট) রাশিয়ার একটি বড় হামলা প্রতিহত করার সময় এটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) ফেসবুকে ইউক্রেনীয় জেনারেল স্টাফ জানান, রাশিয়ার হামলা প্রতিহত করার সময় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। এতে বিমানটির চালক নিহত হন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এফ-১৬ যুদ্ধবিমানগুলো অত্যন্ত কার্যকর এবং এই বিমানগুলো সোমবার চারটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যেদিন রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাতকে লক্ষ্য করে ২০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে।
এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার একটি লক্ষ্যবস্তুর সঙ্গে লড়াই করার সময় একটি বিমানের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হয় এবং পাইলট মারা যান।
এদিকে, একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন সোমবারের দুর্ঘটনাটি রাশিয়ার হামলার জন্য হয়নি, বরং তা পাইলটের ত্রুটি থেকে হতে পারে যা এখনও তদন্ত করা হচ্ছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের-তৈরি বিমানের দীর্ঘ প্রতীক্ষিত আগমনের পর এই ধরনের প্রথম ক্ষতির খবর পাওয়া গেল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post