ঝুঁকি নিয়ে বন্যা দুর্গতদের উদ্ধার কার্যক্রমের পর এখন দুর্গম অঞ্চলে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। বৃহস্পতিবারও কুমিল্লার একটি প্রত্যন্ত অঞ্চলে এই সহায়তা পৌঁছে দেয় হেলিকপ্টার টিম।
সংকটকালীন মুহূর্তের এই মানবিক উদ্যোগে যুক্ত হয়েছেন প্রবাসীরাও। চট্টগ্রাম সমিতি ওমান, প্রবাসী নবী হোসেন, গোলাম সোবহানি, নাজির উদ্দিন, ফখরুল ইসলাম এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি প্রবাসী এই উদ্যোগে অর্থ সহায়তা দেন।
এ বিষয়ে প্রবাসীর হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ আল হাসান জানান, আকাশপথে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি স্থলভাগেও কর্মীরা বন্যা দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছে। এটি একটি সংকটকালীন মুহূর্ত। প্রবাসীর হেলিকপ্টারের মানবিক উদ্যোগে সহায়তা দেওয়া প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সকলে এক হয়ে মানবতার জন্য কাজ করার এটাই উপযুক্ত সময়। আগামীতেও এই প্রতিষ্ঠান প্রবাসী ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post