খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চাল, তেল ও ডাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আগড় ঘাটায় সাবেক এমপির নিজ বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামিম।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম বলেন, খবর পেয়ে সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চালসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ত্রাণ শাখায় জমা করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post