কোনো ভাবেই লাগাম টানা যাচ্ছেনা ওমানের করোনা মহামারীর। দেশটিতে দিনদিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। বুধবার (১৭-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৭ জন এবং মৃতের সংখ্যা ৫ জন। যা গত ২ মাসে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
করোনা মহামারি বেড়ে যাওয়ার ফলে ইতিমধ্যেই তানজানিয়ার সাথে ওমানের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। ফ্লাইট বন্ধের ব্যাপারে মন্ত্রী বলেন, যে সকল দেশে আক্রান্তের হার বাড়ছে, সেই সকল দেশের সাথে বিমান চলাচল বন্ধের ব্যাপারে গবেষণা করছে সুপ্রিম কমিটি।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ২০৬ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৭৫২ জন। নতুন ৫ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৪৯ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক গত ৬ দিন যাবত অপরিবর্তিত অবস্থায় ৯৪. শতাংশ রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৭ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৪৭ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৪৬ জন।
দেশটিতে নতুন আক্রান্ত নিয়ে শঙ্কিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী বলেন, ওমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। হঠাৎ করে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।
তিনি বলেন, এই বৃদ্ধি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সুপ্রিম কমিটি। তিনি আশ্বাস দিয়েছেন, যারা ফাইজার এবং বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন তারা দ্বিতীয় ডোজ পাবেন। তালিকাভুক্ত ব্যক্তিরা সঠিক সময়ের মধ্যেই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ওমান
তবে ভ্যাকসিন গ্রহণে দেরি হলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে এই তথ্য সঠিক নয়। তিনি আরো বলেন, করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া নাগরিকের সংখ্যা ৯৯ শতাংশে পৌঁছেছে।
তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীদের সংখ্যা দুই সপ্তাহের মধ্যে ৪০ শতাংশে বেড়েছে। তিনি বলেন, কোভিড -১৯ থেকে পুনরুদ্ধার হওয়া মানুষের শতাংশ ৯৯ শতাংশে পৌঁছেছে, তবে আইসিইউতে ভর্তি রোগীদের সংখ্যা মাত্র দুই সপ্তাহের মধ্যে ৪০ শতাংশ বেড়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post