ইউরোপের সঙ্গে ওমানের আমদানি-রফতানি সাড়ে ৯ শতাংশ বেড়েছে। মে মাসে বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ৮০ লাখ ওমানি রিয়াল বা ২২৮ কোটি ডলারে।
ওমান সরকারের দেয়া তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ের রেকর্ড ৮০ কোটি ২০ লাখ রিয়ালের তুলনায় চলতি বছরের মে মাসে অঞ্চলটির সঙ্গে ওমানের লেনদেন বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ।
এ সময় রফতানির ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মে মাসে ইউরোপে ওমানের রফতানি ১৯ কোটি ৭০ লাখ রিয়ালে উন্নীত হয়েছে, যা ২০২৩ সালের একই সময়ের ১২ কোটি রিয়ালের তুলনায় ৬৩ দশমিক ৯ শতাংশ বেশি।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতোই জ্বালানি তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যমুখী খাতে প্রবাহের চেষ্টা করছে ওমান। ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিসটিকস অ্যান্ড ইনফরমেশনের প্রতিবেদন বলছে, সে প্রচেষ্টায় ওমান কৌশলনির্ভর পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post