ঢাকার মেট্রোরেল চলাচলে বারবার বাধা সৃষ্টি হচ্ছে যাত্রীদের অসচেতনতার কারণে। এর আগে পানির বোতল দরজায় আটকে মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বেশ কয়েকবার ঘটলেও, সোমবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এবার দরজায় আটকে গেছে একটি বরইয়ের বিচি!
এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যদিও মেট্রোরেলে খাবার বহন করা নিষিদ্ধ, তবুও যাত্রীরা এ নির্দেশনা অমান্য করে চলেছেন। ফলে এ ধরনের ঘটনা ঘটে চলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে উত্তরাগামী ট্রেনে যাত্রী ওঠার পর একটি কোচের দরজা বন্ধ হচ্ছিলো না। পরে অপারেটর এসে দেখতে পান, দরজার কাছে একটি বরইয়ের বিচি আটকে রয়েছে। তখন সেটি অপসারণ করা হয়।
এতে মেট্রো ট্রেনটি ছাড়তে তিন মিনিট দেরি হয়। তবে এই ঘটনার দায় উপস্থিত কোনো যাত্রী নেননি। মেট্রোরেল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post