বলা হয়ে থাকে, জীবনের যাবতীয় সমস্যা ভুলে থাকতে কখনো কখনো ভালো ঘুমই যথেষ্ট। সেই পরামর্শই যেন মনে প্রাণে বিশ্বাস করেছেন এক ব্যক্তি। যার ফলে রেললাইনের মাঝখানেই মাথার ওপর ছাতা দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। আর তার এই ঘুমের কারণেই থামিয়ে দেয়া হয় চলন্ত ট্রেন।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে। সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, রেললাইনের মাঝখানে একটি ছাতা ধরে ঘুমিয়ে আছেন এক ব্যক্তি। তার থেকে বেশকিছু দূরে থেমে আছে একটি ট্রেন। এবং ওই ট্রেনের চালক লোকটির দিকে হেঁটে যাচ্ছেন এবং তাকে সেখান থেকে সরে যেতে বলছেন।
A person was sleeping on the railway track with an umbrella. Seeing this, the loco pilot stopped the train, Then he woke him up and removed him from the track. Then the train moved forward in Prayagraj UP
pic.twitter.com/OKzOpHJeih— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 25, 2024
তবে, ভিডিওটি দেখে মনে হয়নি ওই ব্যক্তি আত্মহত্যার উদ্দেশে সেখানে শুয়ে ছিলেন। বরং তাকে দেখে মনে হচ্ছিল তিনি স্বস্তিতে রেললাইনে শুয়ে আছেন।
এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ওই ভাইরাল ভিডিওর নিচে নানা ধরনের মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। বেশ কয়েকজন ওই ব্যক্তিকে ‘পাগল’ বলেও আখ্যা দিয়েছেন। একজন লিখেছেন, ‘লোকটি মদ্যপ ছিল।
আরেক ব্যবহারকারী বিষয়টির গুরুতর তদন্ত এবং যথাযথ রেল নিরাপত্তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post