ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানবপাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির এক অভিযানে তিনজন নারীকে উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার (২৬ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এই নারীদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীদের বাড়ি নড়াইল ও রাজবাড়ী জেলায়।
এই ঘটনায় একজন ভারতীয় পাচারকারীকেও আটক করা হয়েছে। আটককৃত পাচারকারীর নাম বিকাশ সরকার এবং তার বাড়ি ভারতের নদীয়া জেলার কল্যাণী এলাকায়।
এদিকে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে নারী পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় খালিশপুর ৫৮ বিজিবি।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ফাঁকা গুলি বর্ষণ করে। পরে আটক করা হয় ভারতের নারী পাচারকারী বিকাশ সরকারকে। উদ্ধার করা হয় তিন নারীকে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করে বিকাশ সরকারকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধার হওয়া নারীদের একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post