সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির একটি উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটলে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, ভারত থেকে একটি বড় মাদকের চালান বাংলাদেশে পাচার করার চেষ্টা চলছিল। এই খবরের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।
বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারিরা তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে বিজিবি সদস্যদেরকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়।
এই সংঘর্ষের ঘটনায় বিজিবি ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ এবং দুটি ধারালো হাতিয়ার উদ্ধার করে।
এ সময় বিজিবির গুলির শব্দে ভয় পেয়ে চোরাকারবারিরা মাদকের চালান ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post