চাকুরি স্থায়ীকরণের দাবিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যরা কাজ না করায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজেদের লোকবল দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা শাখার কর্মকর্তা–কর্মচারীরা (এভসেক) অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে সবদিক সামাল দিচ্ছেন।
বিমানবন্দরের ল্যান্ডসাইড ও প্যারিমিটার এলাকায় নিরাপত্তার কাজে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটিলিয়ন আনসার এবং এপিবিন সদস্যরা। নিরবচ্ছিন্ন যাত্রীসেবার লক্ষ্যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত বলেও গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার দিবাগত রাতে আটক আনসার সদস্যদের ঢাকার শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিয়জন ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়।
রাত দুইটা দিকে সচিবালয়ের দুই নম্বর গেটে দেখা যায়, যেসব আনসার সদস্য ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পালিয়ে সচিবালয়ের ভেতরে অবস্থানে নেন, তাদেরকে সেখান থেকে বের করে এনে সড়কে দাঁড় করে রাখা হয়েছে। তাদের নিরাপত্তায় চারপাশে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post