ওমানে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সুপ্রিম কমিটির সিদ্ধান্ত সম্পর্কে ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ, গুজব বা ভিত্তিহীন তথ্য দিচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা নিচ্ছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।
দেশটিতে গত কয়েকদিন ধরে সুপ্রিম কমিটির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। প্রবাসীদের উপর নিষেধাজ্ঞা, বিদেশী শ্রমিকদের বহিষ্কার ইত্যাদি বিষয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে ওমানের পাবলিক প্রসিকিউশন।
পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে ওমানের জাতীয় গণমাধ্যমের সংবাদে উল্লেখ করা হয়েছে, যারা গুজব বা ভিত্তিহীন তথ্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সাথে তাদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা হবে। কারণ বর্তমান করোনা পরিস্থিতিতে মিথ্যা সংবাদ দেশের ভাবমূর্তি নষ্ট করে। যা কোনোভাবেই কাম্য নয়।
দেশটির সাইবার ক্রাইম বিভাগ জানিয়েছে, করোনা মারামারিতে দেশটির সুপ্রিম কমিটি নিয়ে যারা মিথ্যা ও গুজব তথ্য যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে তাদের সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। আমরা অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ‘‘বর্তমান করোনা মহামারিতে দেশের ভাবমূর্তি যেনো নষ্ট না হয় সেদিকে সকল নাগরিকদের খেয়াল রাখা উচিত। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপ্রিম কমিটির বিভিন্ন তথ্য প্রকাশে আমাদের আরো সজাগ থাকা দরকার।”
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহ’ত
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মরুভূমিতে পথ হারিয়ে এক পরিবারের ৮ জনের মর্মান্তিক মৃত্যু
গোপন সূত্রে জানাগেছে, ওমানে বেশকিছু বাংলাদেশী ইউটিউবার গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। অতি উৎসাহীমূলক ভিত্তিহীন সংবাদ ইউটিউবে প্রকাশ করার কারণে যেকোনো সময় পুলিশের হাতে গ্রেফতার হতে পারেন তারা।
ইদানীং ওমানে ব্যাঙের ছাতার মতো সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেল গজিয়ে উঠছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিটির নেতারা। প্রবাসীদের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে হয়রানী করছে এমন অভিযোগ অনেকের। ওমান সম্পর্কে সঠিক তথ্য পেতে অফিশিয়াল সংবাদ মাধ্যম থেকে সবাইকে তথ্য সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post