চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনে দেশে ১৫৩ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১১২ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের আগস্টের তুলনায় চলতি আগস্টের প্রথম ২০ দিনে প্রবাসী আয় ৪১ কোটি ডলার বা প্রায় ৩৭ শতাংশ বেড়েছে।
ব্যাংকাররা বলছেন, প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় ২৫০ কোটি ডলার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এখন পর্যন্ত প্রবাসী আয় আসার যে ধারা তাতে প্রতিদিন গড়ে সাড়ে ৭ কোটি ডলারের বেশি দেশে আসছে।
বর্তমান এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াবে। যদি সেটিও হয়, তাহলে চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসার রেকর্ড হবে আগস্টে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে গত জুনে, ২৫৫ কোটি ডলার।
আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল মে মাসে, ২২৫ কোটি ডলার। আর সর্বশেষ জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ডলারের প্রবাসী আয়।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ডলারের বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেগ ব্যবস্থায় ডলারের মধ্যবর্তীর দাম ১১৭ টাকা থেকে সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত বাড়তে পারবে। এ সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো ডলারের দাম কিছুটা বেশি দিতে পারবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post