বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলেও ভারতের তাকে ফেরত দেওয়া ঠিক হবে না।
এতে ভারতীয় অনুগতদের কাছে বার্তা যাবে যে তারা দুঃসময়ে ভারতের ওপর নির্ভর করতে পারবেন না। আর এটা নয়াদিল্লি কখনোই চাইবে না।
গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য পাইওনিয়ারে লেখা এক কলামে মন্তব্য করেন ভারতীয় সাংবাদিক ও দ্য পাইওনিয়ারের পরামর্শক সম্পাদক হিরন্ময় কার্লেকার।
সাংবাদিকের মতে, ভারতকে শেখ হাসিনার মতো একজন মিত্রকে হস্তান্তর না করার অবস্থানে অনড় থাকতে হবে। বিশেষ করে যখন (কথিত) ভারতবিরোধী শক্তির কাছ থেকে এমন দাবি আসবে।
কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুলের এ দাবি না মানার আহ্বান জানিয়েছেন ভারতীয় এ সাংবাদিক।
কলামে সাংবাদিক লিখেছেন, মির্জা ফখরুল দুটি কারণে হাসিনাকে ফেরত চেয়েছেন। এগুলো হাস্যকর। প্রশ্ন হলো তিনি কী বাংলাদেশে এখন ন্যায়বিচার পাবেন?
যদি তার বিরুদ্ধে অভিযোগ সত্য হয় এবং তিনি খুবই খারাপ কাজ করে থাকেন; তা সত্ত্বেও তার ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।
এর আগে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা।
ঐদিনই ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নেন তিনি। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
এরপরই তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে একের পর এক মামলা হয়। এসব মামলায় আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীদেরও আসামি করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post