মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মহামারী করোনায় আক্রান্ত ঊর্ধ্বমুখী রয়েছে। সোমবার (১৫-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত তিন দিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ২৮৬ জন এবং মৃত ১ জন।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৫৯২ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ২৯১ জন। নতুন ১ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৪৩ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক গত ৩ দিন যাবত অপরিবর্তিত অবস্থায় ৯৪. শতাংশ রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২০ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১২৮ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৪১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ২৩৭ জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই ওমানের বেশকিছু অঞ্চল লকডাউন ঘোষণা করা হয়েছে। সেইসাথে ওমানের সমুদ্র সৈকত বন্ধ সহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে ওমানের সুপ্রিম কমিটি।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহ’ত
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মহামারী করোনার নতুন সংক্রমণ থেকে রক্ষা পেতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post