দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যাকালীন পরিস্থিতি যেখানে মানুষ জীবন ও জীবিকা হারিয়ে চরম দুর্দশায় পড়েছিল, সেখানে প্রবাসীর হেলিকপ্টারের উদ্ধার অভিযান এক আলোকবর্তিকার মতো একটি উজ্জল। উদাহরণ।
ফেনী ও কুমিল্লাসহ বন্যা কবলিত এলাকায় আটকে পড়া হাজার হাজার মানুষের জন্য এই উদ্ধার অভিযান একটি আশার আলো ছিল।
প্রবাসীর হেলিকপ্টারের স্বেচ্ছাসেবীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ৫০ জনকে নিরাপদে উদ্ধার করেছেন। বিশেষ করে, নারী ও শিশুদের উদ্ধারে তাদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।
এদিকে প্রবাসীর হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ আল হাসান বলেন, গতকাল ২২ আগস্ট আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান সম্ভব হয়নি।
তবে আজ ২৩ আগস্ট হেলিকপ্টারের উদ্ধার অভিযানে ছোট ছোট গ্রুপে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়। তবে সম্ভব হলে আগামীকাল তারা এই উদ্ধার অভিযান অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
এদিকে প্রবাসীর হেলিকপ্টারের বন্যা উদ্ধার অভিযান মানবতার একটি জ্বলন্ত উদাহরণ। এই অভিযান প্রমাণ করে যে, দুর্যোগের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়াতে পারে এবং একসাথে কাজ করে মানবতার সেবা করতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post