ফাইজার বায়োনটেকের তৈরি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু করেছে ওমান। রবিবার (১৪-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানিয়েছে যে, আজ থেকে ফাইজার বায়োনটেক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যে সকল নাগরিকরা ফাইজার বায়োনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ নিতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে। দ্বিতীয় টিকাদান কর্মসূচি আগের স্বাস্থ্যকেন্দ্র থেকেই দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহ’ত
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
এদিকে, শনিবার সন্ধ্যায় ওমানে এসে পৌঁছেছে ফাইজার-বায়োনটেক ভ্যাকসিনের দ্বিতীয় চালান। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ” এবারের চালানে মোট ১৭ হাজার ৫৫০ ডোজ ভ্যাকসিন এসেছে। ১৩ই ফেব্রুয়ারি সন্ধ্যায় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্যাকসিন স্টোরের ইন-চার্জ ফার্মাসিস্ট খালিদ বিন আলী আল ফারসি জানিয়েছেন, ওমানের সকল প্রদেশে একসাথে শুরু হয়েছে দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি। জানা গেছে, দেশটিতে ফাইজার-বায়োনেটেক ভ্যাকসিনের প্রথম ডোজ প্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা ২৪ হাজার ৭৭৩ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post