আমিরাতে অনুষ্ঠিত মিস এন্ড মিসেস ইউনিভার্স মিডলিস্ট প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতেছেন বাংলাদেশের গ্লামার গার্ল নাসরিন সুলতানা কুইন।
সোমবার রাতে দেশটির প্রদেশ রাস আল খাইমায় সমুদ্র সৈকতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীর ৬১ টি দেশের ১০০ জন সুন্দরীকে পেছনে ফেলে এই শিরোপা জেতেন নাসরিন।
প্রতিযোগিতায় ফাস্ট রানার হিসেবে নির্বাচিত হয়েছেন কানাডিয়ান সুন্দরী পাওয়ান দিপ ভাতারা। সেকেন্ড রানার আপ নির্বাচিত হয়েছেন পাকিস্তানি সুন্দরী রোথ দাউদ।
চুড়ান্ত বিজয়ী হওয়ার আগে অনলাইন ভোটিং পদ্ধতিতে প্রতিযোগিতায় ৫৯ হাজার ভোট পান নাসরিন। প্রতিযোগীতায় দ্বিতীয় এবং তৃতীয় রানার আপের ভোটের ব্যবধান ছিল প্রায় ৩০ হাজার।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০০ জন সুন্দরী গত ছয় মাস ধরে গ্রুমিংয়ের মাধ্যমে নিজেকে তৈরি করেন। রাস আল খাইমায় সোমবার রাতে নিজেদের সেরাটা তুলে ধরেন প্রতিযোগিরা।
প্রতিযোগিতায় নির্বাচকরা ভোটিং ও সার্বিক ট্যালেন্ট বিবেচনা করে সেরাদের নির্বাচিত করেন। প্রতিবছর এ প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post