ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম জি মিডিয়া বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে সংবাদ প্রকাশ করায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে একদল হ্যাকার জি মিডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে।
গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে প্রবেশ করলে ওয়েবসাইটটি বন্ধ দেখা যায়। হ্যাকাররা ওয়েবসাইটের ফ্রন্টপেজে একটি বার্তা রেখেছে যেখানে তারা জানিয়েছে যে, তারা বাংলাদেশের বন্যা নিয়ে ঠাট্টা করার জন্য এই ওয়েবসাইটটি হ্যাক করেছে।
ওয়েবসাইটটিতে আরো লেখা রয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব।
এর আগে বুধবার (২১ আগস্ট) ভারতের একটি জনপ্রিয় সংবাদ চ্যানেল, জি ২৪ ঘণ্টা, বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে হাস্যরসের বিষয় বানিয়ে একটি অত্যন্ত অসামাজিক এবং সংবেদনশীল সংবাদ প্রকাশ করেছে। এর শিরোনাম ছিল ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি’।
শিরোনামটি নিয়ে ভারতের জি ২৪ ঘণ্টা চ্যানেলের এই কাজটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক অত্যন্ত অশোভন কাজ। একটি দেশের দুর্দশাকে হাস্যরসের বিষয় বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা প্রমাণ করে যে, কিছু সংবাদমাধ্যম কেবল সংবাদ প্রকাশের নামে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে আগ্রহী এবং তারা মানবিকতার মূল্যবোধকে সম্পূর্ণ উপেক্ষা করে।
বাংলাদেশের বন্যা পরিস্থিতি একটি জরুরি মানবিক সংকট। লাখ লাখ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে এ ধরনের অসামাজিক মন্তব্য দুই দেশের জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post