বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দাবি করেছেন যে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি সুইস ব্যাংকে পাচার হওয়া বাংলাদেশের টাকা ফেরত দিতে সম্মত হয়েছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানিয়েছেন।
আমির খসরু আরও জানিয়েছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় ১০০ বিলিয়ন ডলার ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সহযোগিতা করবে।
তিনি বলেন, দুর্নীতির কারণে বিপুল পরিমাণ টাকা দেশের বাইরে পাচার হয়েছে এবং এর ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার কোটি টাকা পাচার হওয়ায় রিজার্ভ তলানিতে, সুইস রাষ্ট্রদূতকে বিষয়টি জানানো হয়েছে, বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সুইস রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে বিএনপির একজন নেতা জানিয়েছেন যে, বৈঠকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সুইস রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এছাড়াও, বিএনপি নেতা জানিয়েছেন যে, তাদের দল অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সব ধরনের সহযোগিতা করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post