পুলিশের বিশেষ শাখা (এসবি) সাধারণ জনগণকে সতর্ক করে দিয়েছে যে, পাসপোর্ট ভেরিফিকেশনের নামে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য।
আজ (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের বিশেষ শাখা (এসবি) এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদল প্রতারক চক্র পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে পুলিশের পরিচয় দিয়ে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে টাকা দাবি করছে। এই ধরনের কোনো ফোন কল বা বার্তা পেলে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়ার জন্য সাধারণ জনতাকে অনুরোধ করা হয়েছে।
অনেকে দ্রুত পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য অধৈর্য হয়ে পড়েন এবং প্রতারকদের ফাঁদে পড়েন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য জনগনকে অনুরোধ করা হয়েছে।
এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ‘Hello SB’ অ্যাপের মাধ্যমে অথবা ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮ মোবাইল নম্বরে জানানো যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post