গতকাল সোমবার (১৯ আগস্ট), ইতালির মধ্য-উত্তরের বলনিয়া শহরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃষ্টির পানি ধরতে গিয়ে তিন বছরের এক বাংলাদেশি শিশু ফাতিহা মৃত্যুবরণ করেছে।
জানা যায়, ওইদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। খেলাধুলাপ্রিয় ফাতিহা বৃষ্টির পানি ধরতে গিয়ে তিনতলার বাসার জানালা থেকে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশুটির বাবার নাম ফয়সাল আহমেদ। শরীয়তপুরের সাজনপুর গ্রামের বাসিন্দা। সন্তানের করুণ মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা।
এদিকে গায়িকা আরাবে মিনে মানসিব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন, “কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া কঠিন”। এই সরল বাক্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতালি প্রবাসীরা গভীর শোকের ছায়ায় নিমজ্জিত হয়েছেন। অনেকেই তাদের টাইমলাইনে শোকবার্তা শেয়ার করে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এই মর্মান্তিক ঘটনা সবার মনে সতর্কতার ঘণ্টা বাজিয়েছে। ইতালি প্রবাসীরা একে অপরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা সবাইকে নিরাপদ থাকার জন্য প্রার্থনা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post