জাপানের হোক্কাইডো দ্বীপের চিতোশে বিমানবন্দরে একটি অদ্ভুত ঘটনা ঘটে। বোর্ডিং গেটের কাছের একটি স্টোর থেকে একটি কাঁচি হারিয়ে যাওয়ার কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ ৩৬টি ফ্লাইট বাতিল এবং ২০১টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়।
শত শত যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয় এবং তাদের ব্যাগ পরীক্ষা করা হয়। পরে কাঁচিটি ওই স্টোরেই পাওয়া যায়। বেশ কয়েকজন যাত্রীর ব্যাগ খুলে তল্লাশিও করা হয়।
তবে গত রোববার চিতোশে বিমানবন্দরে হারিয়ে যাওয়া কাঁচিটি উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার বিমানবন্দরের এক কর্মচারী হারানো কাঁচিটি খুঁজে পেয়েছিলেন এবং তা জমা দিয়েছিলেন। তবে কাঁচিটি নিশ্চিত করতে কিছু সময় লেগেছে।
এদিকে বিমানবাতিল ও ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের ফলে অনেক যাত্রীকে ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। তবে অধিকাংশ যাত্রীই এই পরিস্থিতিতে ধৈর্য ধরেছেন। তারা বিমানবন্দর কর্তৃপক্ষকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে রোববার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হারিয়ে যাওয়া একটি কাঁচির কারণে ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ার ঘটনা ঘটেছে। তারা আশঙ্কা করেছিল যে, এই কাঁচি বিমান ছিনতাইয়ে ব্যবহৃত হতে পারে। যাত্রীদের ভোগান্তির জন্য তারা দুঃখিত হলেও নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, এই ঘটনা কেন ঘটল, তা খুঁজে বের করার জন্য আমরা তদন্ত শুরু করেছি। ভূমি, অবকাঠামো, পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমাদেরকে একই কাজ করার নির্দেশ দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post