ওমানের দুকুম শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী প্রবাসীর মৃত হয়েছে। নিহত সকলের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। শনিবার (১৩-ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর আনুমানিক ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিনহাজ, ফারুক, মামুন, রুবেল ও মিলাদ। ঘটনাস্থল থেকে এ আর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী প্রবাস টাইমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমরা সবাই আরব সাগরে একসাথে মাছ ধরতাম। সারারাত মাছ ধরে ভোরে যখন আসতেছিলাম, তখন অনেকেই ক্লান্ত শরীরে ঘুমাচ্ছিলো গাড়ির ভিতর। আমরা তাদের পিছনের গাড়িতে ছিলাম। মাঝপথে কুয়াশার কারণে হঠাত তাদের গাড়ি ব্রেক করলে পিছন থেকে আসা আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দিলে উল্টে যায় তাদের গাড়ি।
এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত হয় এবং আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মাস্কাটে নেওয়ার পথে আরেক জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেলেও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতদের মধ্যে মিনহাজের বাড়ি সন্দ্বীপের এনাম নাহার মোড়ের পাশে এবং বাকি ৪ জনের বাড়ি সন্দ্বীপের সারিকাইতে।
আরো পড়ুনঃ
ওমানে ফের লকডাউন!
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
সালালাহ বাঙ্গালি বাজারে পুলিশের অবৈধ উচ্ছেদ অভিযান
নিহত ওমর ফারুকের বাবা মোঃ সামসুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রবাস টাইমকে বলেন, ” আমার ছেলে (ওমর ফারুক) গত ৪ বছর যাবত ওমানে ছিলো। গত দুই বছর আগে দেশে এসে বিয়ে করে এরপর আবার ওমান যায়। কিছুদিনের মধ্যে দেশে আসার কথা ছিলো ওমর ফারুকের।” পরিবারের লোকজন তার দেশে আসার অপেক্ষায় থাকলেও অবশেষে নিথর দেহে ফিরছেন এই রেমিট্যান্স যোদ্ধা!
গাড়িতে চালক সহ মোট ১১ জন প্রবাসী ছিলেন, ৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও তারা আশংকামুক্ত আছেন বলে জানান তিনি। আজ দুপুরেও দুকুম হাসপাতালে যেয়ে নিজ চোখে তাদেরকে দেখে এসেছেন এ আর রহমান। এদিকে এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় শোঁকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠাতে দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহতদের স্বজনরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post