মহামারী করোনার নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি আরোপ করেছে ওমান সুপ্রিম কমিটি। এখন থেকে দেশটির পাবলিক সমুদ্র সৈকতে প্রবেশের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এমনকি বিলাসবহুল হোটেলের অতিথিদের ক্ষেত্রেও পাবলিক বীচ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সেইসাথে দেশটির ক্যাফে, রেস্তোরা এবং জিম সেন্টার গুলোতে ৫০ শতাংশ কাস্টমারের অধিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জন সমাগম ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কমিটি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই আইন জারী থাকবে।
আরো পড়ুনঃ
ওমানে ফের লকডাউন!
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
সালালাহ বাঙ্গালি বাজারে পুলিশের অবৈধ উচ্ছেদ অভিযান
এদিকে ওমানের সকল নাগরিক এবং প্রবাসীদের কঠোরভাবে ওমান সুপ্রিম কমিটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন। অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “জনসাধারণের শৃঙ্খলা পর্যবেক্ষণ, জনস্বাস্থ্য বজায় রাখা এবং জনগণের স্বাস্থ্য নিরাপত্তার বিষয় চিন্তা করে পাবলিক প্রসিকিউশন সবাইকে কঠোরভাবে আইনকানুন মেনে চলার আহ্বান জানিয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post