ঢাকার পাসপোর্ট অধিদপ্তরে প্রিন্টার নষ্ট হওয়ার ফলে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত হাজার হাজার বাংলাদেশি প্রবাসী এক গভীর সংকটের মুখে পড়েছেন। সময়মতো পাসপোর্ট না পাওয়ার কারণে তাদের অনেকের ভিসা নবায়ন করার সময় পার হয়ে গেছে, আবার অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে পাসপোর্ট হাতে আসবে কিনা তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।
এই সমস্যাটি আরও জটিল হয়ে উঠেছে কারণ, অনেক প্রবাসী ছয় মাস আগেই পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের হাতে পাসপোর্ট পৌঁছায়নি। প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এই সমস্যার কথা প্রকাশিত হওয়ার পর থেকে প্রবাসীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন যে, এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে দক্ষিণ আফ্রিকায় তাদের ভিসা কার্যক্রম ব্যাহত হতে পারে।
এদিকে, প্রবাসীরা বর্তমানে ভিসা নবায়নে গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই সময়ের মধ্যে ভিসা নবায়ন আবেদন করতে না পারায় দীর্ঘ জটিলতার সম্মুখীন হচ্ছেন। অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন পাসপোর্ট এখনও হাতে পাননি, যার ফলে তাদের দেশে ফিরে আসা বা অন্য কোথাও যাওয়া কঠিন হয়ে পড়ছে।
জানা গেছে, গত তিন বছরে ভিসা প্রক্রিয়ার জটিলতার কারণে অসংখ্য বাংলাদেশি প্রবাসী বিদেশে আটকে পড়েছেন। একটি মাত্র মেশিনের ত্রুটির কারণে হাজার হাজার মানুষের জীবন ও ভবিষ্যৎ বিপন্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। প্রবাসীরা এই পরিস্থিতিতে গভীরভাবে ক্ষুব্ধ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে, দেশের অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর নির্ভরশীল। প্রবাসীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং অর্থনীতিকে সচল রাখতে সরকারের উচ্চ পর্যায়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরী।
তবে বিষয়টি নিয়ে জানতে দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে জানানো হয়, প্রিন্টার মেশিন কবে ঠিক হবে তার সঠিক তথ্য তারা জানেন না। বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের ধৈর্য ধরার পরামর্শ দেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post