ওমানের সালালাহ বাঙালি বাজারে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। শুক্রবার ধোফার পৌরসভার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রাস্তার ওপর অবৈধভাবে বসানো দোকানপাট অপসারণ করা হয়। এতে কোনো গ্রেফতারের খবর না পাওয়া গেলেও অবৈধ দোকানের মালামাল সব জব্দ করার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রবাসীদের পাঠানো ছবিতে দেখা যাচ্ছে, অবৈধ দোকানপাটের সকল মালামাল বলদিয়ার (পৌরসভার) গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে।
আরো পড়ুনঃ
ওমানে ফের লকডাউন!
কাতারে ফের চোখ রাঙাচ্ছে করোনা
ওমান সুপ্রিম কমিটির নতুন আইন জারী
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
সৌদিতে সোফা কারখানায় আগুনে ৭ বাংলাদেশির মৃ’ত্যু
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
উল্লেখ্য: টাটকা শাক সবজি এবং বিভিন্ন মৌসুমি ফলের জন্য সালালাহ অঞ্চলে বিখ্যাত এই বাঙালি বাজার। যেখানে অধিকাংশ বাংলাদেশী এই দোকান পাটের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। অনেক প্রবাসী আরবির কারণে অবৈধ হয়ে এখানে এসে শাক সবজি বিক্রি করে কোনো মতে দিনাতিপাত করেন। তবে পুলিশের এমন অভিযানে চরম অনিশ্চয়তার মাঝে দিন কাটান এখানকার প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post