লো ভিজিবিলিটি বা কম দৃশ্যমানতার কারণে ওমানে বেশ কয়েকটি ফ্লাইট বিপর্যয়ের খবর পাওয়া গেছে।
শনিবার রাতে সালালাহ – মাস্কাট রুটের সালাম এয়ার, ওমান এয়ার, কাতার এয়ারওয়েইজের বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রীরা এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েন।
ফ্লাইট বিলম্বের আগাম কোনো তথ্য না থাকায় দীর্ঘ সময় এয়ারপোর্টে আটকে থাকতে হয় তাদের, এ নিয়েই বিরক্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী।
যদিও ওমান এয়ার জানিয়েছে, আবহাওয়াজনিত কারণেই অপ্রত্যাশিতভাবে ফ্লাইট রিশিডিউল করতে হয়েছে। তবুও এই ঘটনায় তারা যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবহাওয়াজনিত কারণে কিছু সময়ের জন্য সালালাহ এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ ছিলো। এ কারণে মাস্কাট থেকে উড়ে আসা ওমান এয়ারের ফ্লাইট ডাইভার্ট করা হয়।
দেরি করে পৌঁছায় সালাম এয়ার ও কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইট। পরে রাত ১২ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইনাসের একটি বিমানকে সেখানে অবতরণ করতে দেখা যায়।
আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে পারে। তাই পরবর্তীতে আরও কিছু ফ্লাইটে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post