মহামারী করোনার নতুন সংক্রমণ রোধে ওমান সুপ্রিম কমিটির নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ১৫-ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে ওমানে আগত সকলের জন্য ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
হোটেল বুকিং ব্যতীত এয়ারপোর্ট থেকে বের হওয়ার অনুমতি মিলবেনা যাত্রীদের। পূর্বের হোম কোয়ারেন্টাইনের নিয়ম বাতিল করে সকলের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন জারী করায় চরম বিপাকে প্রবাসীরা।
এমতাবস্থায় ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৯৯ রিয়ালের একটি ফুল প্যাকেজ ঘোষণা করেছে দেশটির প্রথম সারির ট্রাভেল এজেন্ট প্রতিষ্ঠান “ট্রাভেল পয়েন্ট এলএলসি”।
শনিবার (১৩-ফেব্রুয়ারি) উক্ত প্রতিষ্ঠানের সেলস এন্ড অপারেশন অফিসার মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন প্রবাস টাইমকে। তিনি বলেন, ৯৯ রিয়ালের এই প্যাকেজে ৭ দিনের হোটেল ভাড়া, সকাল দুপুর এবং রাতের খাবার থাকবে। ৮ম দিনে পিসিআর পরীক্ষা, তারাসুদ প্লাস অ্যাপ এবং করোনা ট্র্যাকিং ব্রেসলেট রিমুভ করা, এয়ারপোর্ট থেকে অনওয়ে গাড়ি সেবা এবং ট্রাভেল ইনস্যুরেন্স সুবিধা থাকবে।
ওমান সুপ্রিম কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি থেকে ওমান আগত সকলকে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। যাত্রীরা মাস্কাট এয়ারপোর্টে যেয়েও হোটেল বুকিং করতে পারবেন, তবে এতে খরচ বেশি হওয়ার আশংকা রয়েছে। মাস্কাট সহ ওমানের বেশকিছু অঞ্চলের হোটেলের কথা উল্লেখ করেছে দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়। যে গুলো হচ্ছে:
১, সুইচ বেল-ইন মাস্কাট।
২, ইবাইস।
৩, সিকিউর ইন।
৪, শেরাটন।
৫, টিউলিপ ইন।
৬, সামারসেট প্যানারমা মাস্কাট।
মুসান্দাম গভর্নর:
১, দিব্বা বিচ হোটেল।
২, খাসাব হোটেল।
ধোফার/সালালাহ অঞ্চলের জন্য “আলফা হোটেল সালালাহ”।
বুরাইমি অঞ্চলের জন্য বুরাইমি এরিনা হোটেল।
আল দাখেলিয়াহ অঞ্চলের জন্য আল দিয়ার হোটেল।
উত্তর আশ শারকিয়াহ অঞ্চলের জন্য গোল্ডেন রে হোটেল।
দক্ষিণ আশ শারকিয়াহ অঞ্চলের জন্য সুর বীচ হোটেল।
উত্তর আল বাতিনা অঞ্চলের জন্য মারকিউস হোটেল সোলার।
তবে উল্লেখিত হোটেল গুলো অনেক ব্যয়বহুল। অধিকাংশ প্রবাসীর সাধ্যের বাহিরে। সুতরাং এমতাবস্থায় ট্রাভেল পয়েন্ট এলএলসি’র এমন প্যাকেজে উপকৃত হবেন এমনটাই দাবী করছেন ওমানগামী প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post