ওমানের সুরের একটি হোটেল থেকে মেয়ে সহ আপত্তিকর অবস্থায় ৩ বাংলাদেশী গ্রেফতার
ওমানে পৃথক ২টি ঘটনায় একাধিক প্রবাসী গ্রেফতার। বুধবার (১০-ফেব্রুয়ারি) দেশটির কোয়ারেন্টাইন আইন লঙ্ঘনের দায়ে আল দাহিরা প্রদেশ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, আটককৃত ব্যক্তি আল-বুরাইমি প্রদেশ থেকে কোয়ারেন্টাইন থাকাকালীন আল ধহিরা প্রদেশে পলিয়ে এসেছে। যে কারণে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে ওমানের দক্ষিণ আল বাতিনা অঞ্চল থেকে পতিতা বৃত্তির সাথে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা কোন দেশের নাগরিক পুলিশ তা উল্লেখ না করলেও স্থানীয় সূত্রে জানাগেছে তারা সবাই ফিলিপাইন এবং থাইল্যান্ডের নাগরিক।
আরো পড়ুনঃ
ওমানে ফের লকডাউন!
কাতারে ফের চোখ রাঙাচ্ছে করোনা
ওমান সুপ্রিম কমিটির নতুন আইন জারী
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
সৌদিতে সোফা কারখানায় আগুনে ৭ বাংলাদেশির মৃ’ত্যু
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
এদিকে সম্প্রতি সুর অঞ্চলের বদর আল সামা হাসপাতালের নিকটবর্তী এক হোটেল থেকে ৫জন থাইল্যান্ডের নারী সহ একদল ব্যক্তিকে আটক করেছে ওমান পুলিশ। এ সময় হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ৩ জন বাংলাদেশী প্রবাসীকে আটক করে। এদের মধ্যে একজনের নাম মোঃ হাসান, বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post