ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির সদস্যরা এক চাঞ্চল্যকর ঘটনায় ভারতীয় পুলিশের একজন এসএসআইকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি পি জন সেলভারাজ (৫২) তামিলনাড়ুর বাসিন্দা। তিনি কী কারণে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তা এখনো অস্পষ্ট রয়ে গেছে। গতকাল (১৪ আগস্ট) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পি জন সেলভারাজ নামের ওই পুলিশ সদস্যকে প্রথমে গত ২২ মার্চ গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে দেশেই লুকিয়ে ছিল, পরবর্তীতে গত ১৩ আগস্ট ভারতে পালানোর সময় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে পুলিশ সদস্য পি জন সেলভারাজের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, আদালত থেকে জামিন পাওয়ার পর মামলা নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সেলভারাজের বাংলাদেশেই অবস্থান করার কথা ছিল।
তবে তিনি সীমান্ত দিয়ে পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করে, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post