সৌদি আরবের নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার ওপর ভিত্তি করে আবারও কারফিউ জারি করতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়েছে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল তালাল আল-শালহৌব সংবাদ মাধ্যমে বলেন, সরকারের সব প্রচেষ্টা এবং সতর্কতামূলক পদক্ষেপের পরও বিধিনিষেধ লঙ্ঘনের খবর পাওয়া যাচ্ছে। যদি নাগরিক এবং বাসিন্দারা স্বাস্থ্যবিধি না মেলে চলে, তাহলে কারফিউ দেয়ার খুব সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে সৌদি আরবজুড়ে ৩১ হাজার ৮৬৮ বার করোনা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে বলেও জানান এই মুখপাত্র। আল-শালহৌব আরও বলেন, সামনের দিনগুলোতে মানুষজন বিধিনিষেধ কতটুকু মেনে চলে তার ওপর ভিত্তি করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আরো পড়ুনঃ
ওমানি জিপসামের তৃতীয় মার্কেট বাংলাদেশ
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
হস্তান্তরের আগেই প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে ফাটল
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মুসল্লিদের জুতা সাজিয়ে রেখেই প্রশান্তি পান এক অমুসলিম!
ওমানে করোনা রোগীর সংখ্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আশংকা
করোনার সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম এড়াতে বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। এছাড়া ৩ ফেব্রুয়ারি বুধবার ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ওই তালিকায় বাংলাদেশ নেই। তাছাড়া যেসব দেশ থেকে ওমরাহ যাত্রী আসার অনুমতি ছিল আরেক ঘোষণায় সেটি স্থগিত করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post