মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ আগামী ১২ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে।
দেশটিতে ১২ সেপ্টেম্বরের পর কোন ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় থাকা শ্রমিকরা অন্য কোন কাজে যোগ দিতে পারবে না।
সম্প্রতি কুয়েত সরকার ২০ নম্বর খাদেম ভিসাধারী প্রবাসীদের ওপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে ভিসা পরিবর্তনের সুযোগ দেয়। গেলো ১৪ জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর।
জানা গেছে, কিছু শর্ত মেনে কুয়েতে স্থানীয়দের বাসা বাড়িতে কর্মরত কেয়ারটেকার, ড্রাইভারসহ যেকোন গৃহকর্মী ব্যক্তি মালিকানায় ২০ নম্বর আকামাধারী প্রবাসী শ্রমিকরা ভিসার এই সুযোগটি লুফে নিয়েছে।
তবে কুয়েত সরকারের বেঁধে দেয়া সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা। এরই মধ্যে অনেক প্রবাসী অদক্ষ থেকে দক্ষ শ্রমিক হয়ে উঠেছেন। তাই শেষ মুহূর্তে প্রবাসীরা ভিসা পরিবর্তন করার সুযোগ নিচ্ছেন।
এর আগে, প্রবাসীরা খাদেম (ফ্রি ) নামক ভিসা নিয়ে কুয়েতে আইনের চোখ ফাঁকি দিয়ে দেশটির বিভিন্ন খাতে লুকিয়ে মানবেতর জীবন যাপন করতেন।
এদিকে, বর্তমান মালিকের কাছে আকামা এক বছর পূর্ণ হওয়া প্রবাসীরা নিজেরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে শোন আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসীর নিজ পছন্দমতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ পাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post