ওমানে নকল পুলিশের দৌড়াত্ম্য দিনে দিনে বাড়ছেই। পুলিশের মত পোশাক পরে নাগরিক ও প্রবাসীদের হয়রানি ও লুটতরাজের ঘটনাও আগের চেয়ে বেড়েছে।
গত একমাসে অন্তত ২-৩টি ঘটনায় এমন বেশ কয়েকজন নকল পুলিশকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতারণামূলক এমন কাণ্ডে পুলিশও বেশ বিব্রত। যদিও এমন পরিস্থিতি মোকাবেলায় ভুক্তভোগীর সতর্কতাই তাকে সুরক্ষা দিতে সক্ষম। পুলিশের পরিচয়ে কেউ অনৈতিক আবদার করলে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।
বিশেষ করে সিভিল পোশাকে পুলিশ পরিচয়ে কেউ ঘরে প্রবেশ করতে চাইলে প্রয়োজনে তাকে পরিচয়পত্র দেখাতে বলা, সাথে ইউনিফর্ম পরিহিত পুলিশ আছে কিনা তা নিশ্চিত হওয়া এবং নির্ধারিত গাড়ি দেখেই তাদের আইনি কাজে সহযোগিতা করতে বলা হয়েছে।
সন্দেহজনক যে কোনো আচরণ দেখলে ওমান পুলিশের হটলাইন ৯ ৯ ৯ ৯ নম্বরে কল করেও প্রতিকার পাওয়া যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post