বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। নেত্রীর পথে হাঁটেন তার ৯০ জন এমপি-মন্ত্রীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
এরই ধারাবাহিকতায় পালিয়ে ভারতে যান নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের এক নেতা। প্রায় ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েন তিনি। তবুও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতার!
ভারতে পালিয়ে আশ্রয় নিতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লেন ওই ছাত্রলীগ নেতা। মুর্শিদাবাদের ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ওই ছাত্রলীগ নেতাকে আটক করে স্থানীয় থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। গতকাল রোববার দুপুরে তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম আবদুল কাদের (২৭) তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এর আগে, গোপন সূত্রের ভিত্তিতে গত শনিবার অভিযান চালিয়ে আবদুল কাদেরকে আটক করে বিএসএফ। এরপর রঘুনাথগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।
জানা গেছে, ছাত্রলীগ নেতা আবদুল কাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার বয়রাঘাট সীমান্তের কাছে একটি গ্রামে গত চারদিন ধরে পালিয়ে ছিলেন বলে জানায় ভারতের গণমাধ্যম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post